মোঃ কবির হোসেন ভোলা জেলা প্রতিনিধিঃ
এসো নবীন , দলে দলে "ছাত্রদলের পতাকা তলে এই শ্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি আবদুল জব্বার কলেজে ছাত্রদলের আয়োজনে ২০২৫ ২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান উদযাপন করা হয় ।
২২ সেপ্টেম্বর সোমবার সকালে আবদুল জব্বার কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নবীন বরণ অনুষ্ঠান পালন করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সাংসদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খান, সদস্য সচিব এড. মোঃ কাজী আজম , পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির মিয়া, বিএনপি'র নেতা মোঃ আকবর হোসেন মিয়া, বিএনপি নেতা মোঃ শাহাবুদ্দিন বাচ্চু , উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শিহাব উদ্দিন হাওলাদার , সদস্য সচিব মোঃ জসিম খাঁন , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিফ আসলাম রুবেল, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ দানিস চৌধুরী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, কলেজের শিক্ষক, কর্মচারীরা সহ শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539