মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ময়না বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টা ১০ মিনিটে দিনাজপুর-কাঞ্চন সেকশনের কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৫৭ নং দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ের দিনাজপুর স্টেশন মাস্টার মো. আরিফ হোসেন বিষয়টি লিখিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানান এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানা (জি আর পি) অপমৃত্যু মামলা (নং-১৯/২৫, তারিখ: ২২/০৯/২০২৫) রুজু করেছে। মামলার তদন্তভার পান উপ-পরিদর্শক (নিরস্ত্র) দেলোয়ার হোসেন, যিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। নারী কনস্টেবলের সহায়তায় নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
প্রথমে অজ্ঞাত থাকলেও পরে নিহতের ভাই আব্দুর রশিদ বাবু (২৮) পরিচয় শনাক্ত করেন। নিহত ময়না বেগম পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার মো. জাহিদুলের স্ত্রী।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান জানান, অপমৃত্যু মামলার তদন্ত কার্যক্রম চলছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539