বোরহানউদ্দিন ( ভোলা) প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি ভীত মজবুত করতে এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করার প্রত্যয় নিয়ে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা শুরু করেছে।
২০ সেপ্টেম্বর রোজ শনিবার মাগরিব বাদ কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বৈদ্যের পুল বাজারে বিএনপির এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কাচিয়া ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার সভাপতি মোঃ শেখ সাদী হাওলাদার , ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ।
এ সময় উপস্থিত ছিলেন, কাচিয়া ইউনিয়ন ( দক্ষিণ) বিএনপির সিনিয়র
সহ-সভাপতি , মোঃ জামাল উদ্দিন হাওলাদার,
সাধারণ সম্পাদক কাচিয়া ইউনিয়ন দক্ষিণ শাখা , মোঃ শাহিন হাওলাদার , বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন , কাচিয়া ইউনিয়ন দক্ষিণ, যুবদলের সভাপতি , রাসেল শাহ।
, মোঃ কামরুল ইসলাম ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি , , মিরাজ হাওলাদার , কাচিয়া ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক সহ ইউনিয়নের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539