মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এ দারুণ জয় পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে দিনাজপুর জেলা দল।
রবিবার দিনাজপুরের গৌর এ শহীদ ময়দানে অনুষ্ঠিত ম্যাচে দিনাজপুর জেলা দল ৩-২ গোলের ব্যবধানে ঠাকুরগাঁও জেলা দলকে পরাজিত করে।
দিনাজপুরের পক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রদীপ। খেলায় শেষ মুহূর্ত পর্যন্ত দুই দলের লড়াই উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
দিনাজপুর জেলা দলের কোচ ও খেলোয়াড়রা আশা প্রকাশ করেন, আগামী রাউন্ডগুলোতেও তারা ভালো খেলে জাতীয় পর্যায়ে শিরোপা ঘরে তুলতে পারবেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539