মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল কলাপাড়া পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবী মো. আনোয়ার হোসাইন (৪৮) কে হত্যা চেষ্টায় এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলাপাড়ার কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে পাশে এ ঘটনা ঘটে। এতে আনোয়ারের বাম চোখ, কপোল সহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর মারাত্মক কাটা জখম হয়। ঘটনার পর পর আইনজীবী আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
আহত আইনজীবী আনোয়ার হোসাইন বলেন, উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে তার মালিকানাধীন মাছের ঘেরে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তিনি একমাস আগে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মহিপুর থানাকে এজাহার গ্রহনের নির্দেশ দেন। মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা তাকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কাগজ পত্র নিয়ে থানায় দেখা করতে বলায় তিনি কলাপাড়া থেকে মহিপুর আসেন।
পরবর্তীতে তদন্ত কর্মকর্তা কুয়াকাটা আছেন বলে জানালে তিনি কুয়াকাটা যান। আইনজীবী আনোয়ার কুয়াকাটা এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্ব ১০ থেকে ১৫ জন তার উপর ধারালো অস্ত্র, হাতুড়ী, লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তার চিৎকারে অদূরে দাড়িয়ে থাকা পুলিশ এগিয়ে না আসায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা সদরে প্রেরন করে।
আনোয়ার হোসাইনের দাবী, মামলা দায়েরের পরও পুলিশ আসামীদের গ্রেফতার না করায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এবং বৃহস্পতিবার তাকে হত্যা চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে ও লোহার রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
এদিকে আইনজীবীকে হত্যা চেষ্টায় নৃশংশভাবে কুপিয়ে জখমের ঘটনায় ফুঁসে উঠেছে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীরা। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে শনিবার বিকেলে বারভবনে এক জরুরী সভার আহবান করা হয়েছে। আহত আইনজীবী আনোয়ার কলাপাড়া চৌকি আদালত আাইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর । তিনি উপজেলা কৃষকলীগের সভাপতি।
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, “শনিবার বিকেলে বারভবনে এ বিষয়ে জরুরী সভার আহবান করা হয়েছে। আমরা এ ঘটনায় অভিযুক্তদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছি। এরমধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে সমিতির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচী গনমাধ্যমকে জানিয়ে দেয়া হবে।”
উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “হাসপাতালে আহত আইনজীবী আনোয়ারকে দেখে এসেছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।”
এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, “বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539