মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবং ইসলামী ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার আয়োজনে দিনাজপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দিনাজপুর শহরের বালুবাড়ী পল্লী শ্রী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দিনাজপুর জেলার কার্যরত ৪০টি তফসিলি ব্যাংক ও ৩টি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। কৃষি ঋণ নীতিমালা, এসএমই মাস্টার সার্কুলার, ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং মাস্টার সার্কুলার এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মোঃ আলী মাহমুদ। বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সোনালী ব্যাংক পিএলসি দিনাজপুরের মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান মজুমদার
বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার রায়
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এসভিপি ও রংপুর জোনাল হেড মোঃ মতিউর রহমান
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিনাজপুর উত্তর জোনের ডিজিএম নাহিদ আফসান
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালকবৃন্দ—
এসএম সাযযাদ রহমান (মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং সংক্রান্ত সার্কুলার পর্যালোচনা)
মানিক চন্দ্র রায় (কৃষি ঋণ নীতিমালা ও চলমান পুনঃঅর্থায়ন স্কিম)
মোঃ হাবিবুর রহমান (এসএমই মাস্টার সার্কুলার ও চলমান এসএমই স্কিম)
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক পিএলসির ভিপি ও দিনাজপুর শাখা প্রধান মুহাম্মদ হাসানুজ্জামান এবং উপস্থাপনা করেন ব্যাংকের এএফভিপি মোহাম্মদ আব্দুর রশিদ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539