মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
বাংলাদেশ পুলিশে সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুষ্টিয়া পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ মিজানুর রহমান প্রার্থীদের লিখিত,মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ২৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এসময় তিনি উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফলাফল ঘোষণার পর অনেক প্রার্থী স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হওয়ায় আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে বলেন,বাংলাদেশ পুলিশ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশসেবার মনোভাব নিয়েই সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
কুষ্টিয়া জেলায় এবার শতভাগ মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্যগণ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539