নিজস্ব প্রতিবেদক, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ,
শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ |
আজ আমরা কেবল দাবি করছি না — আমরা আমাদের প্রাপ্য ফেরত চাই।”
এভাবেই দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন ভোলার বিশিষ্ট সমাজসেবক, শ্রমিক নেতা, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের উপদেষ্টা এবং গরিব-দুঃখী মানুষের অগ্রপথিক আলহাজ্ব জামাল উদ্দিন জামাল।
আজ পবিত্র জুমার নামাজ শেষে ভোলা জেলার মদনপুর ও নিয়ামতপুর এলাকার শ্রমজীবী মানুষদের সাথে সাক্ষাৎ শেষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি ও একাধিক জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কৃষক, শ্রমিক ও মৎস্যজীবীদের করুণ বাস্তবতা নিয়ে এক হৃদয়স্পর্শী ও কঠোর সত্যভিত্তিক বক্তব্য দেন।
আলহাজ্ব জামাল উদ্দিন জামাল বলেন:
আজ আমি কথা বলছি সেইসব মানুষের হয়ে –
যারা ঘাম ঝরিয়ে এই দেশের মাটি ভিজিয়েছে।
যারা সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে মাঠে যায়,
সূর্য অস্ত যাওয়ার পরেও ঘরে ফেরে না।
হ্যাঁ, আমি কথা বলছি – কৃষক, শ্রমিক আর জেলেদের হয়ে।”
এই দেশের রাস্তাঘাট, শিল্পকারখানা, রপ্তানি, অর্থনীতি — সব কিছুর পেছনে আছে আমাদের শ্রমজীবী মানুষের ঘাম, কষ্ট আর ত্যাগ। কিন্তু আজ তারাই সবচেয়ে অবহেলিত, নিগৃহীত, সুবিধাবঞ্চিত।”
আলহাজ্ব জামাল উদ্দিন আরও বলেন:
একজন কৃষক তার ধান বিক্রি করতে গিয়ে পায় না ন্যায্য দাম।
একজন শ্রমিক কারখানায় কাজ করতে গিয়ে পঙ্গু হয়ে যায়, চিকিৎসাও পায় না।
একজন জেলে মাছ ধরতে গিয়ে আর ফিরেই আসে না — তার পরিবারকেও কেউ জিজ্ঞেস করে না।”
“এক লাখ টাকার মাছ বিক্রি করলে ১৬ হাজার টাকা দিতে হয় সিন্ডিকেটকে।
১০০ টাকার ফসল বিক্রি করলেও ৮ টাকা চলে যায় ইজারাদারের পকেটে।
আমাদের ঘামে গড়া ফসল নিয়ে খেলছে সিন্ডিকেট,
আর শ্রমিকের পিঠের রক্ত দিয়ে চলছে মালিকের প্রাসাদ।”
আলহাজ্ব জামাল আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে বলেন:
“আমেরিকায় যদি কোনো শ্রমিক দুর্ঘটনায় মারা যায়, মালিককে লাখ লাখ ডলার জরিমানা গুনতে হয়।
ফ্রান্সে কৃষক ক্ষতিগ্রস্ত হলে সরকার পাশে দাঁড়ায়।
কিন্তু বাংলাদেশে কৃষক মরলে তার লাশ পড়ে থাকে —
দাম থাকে না তার ফসলের, থাকে না তার রক্তেরও।”
আমার কথাগুলি আমাদের দাবি, দয়া নয় — অধিকার”
তিনি বলেন, “আজ আমরা ভিক্ষা চাই না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। আমরা চাই:”
কৃষকের ফসলের ন্যায্য দাম
শ্রমিকের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও ক্ষতিপূরণ
জেলেদের জন্য সিন্ডিকেটমুক্ত বাজার
শ্রমজীবীদের জন্য চিকিৎসা, আবাসন ও জীবন বীমা।
এ সময় ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও থানার শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।
তারা সবাই আলহাজ্ব জামাল উদ্দিন জামালের কথার সাথে একমত প্রকাশ করে বলেন:
“আমরা সরকারের কাছে ভিক্ষা চাই না।
আমরা চাই নিরাপদে বাঁচার অধিকার,
সম্মানের সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা।”
আমরা যারা বাংলাদেশ গড়েছি —
আজ সেই দেশের কাছে বলছি, আমাদের জীবনটুকু যেন টিকিয়ে রাখতে দেন।
শুধু ভোটের সময় দরকার হলে চলবে না।
আমরা মানুষ — সম্মান চাই, অধিকার চাই, বাঁচার সুযোগ চাই।”
শেষে আলহাজ্ব জামাল উদ্দিন জামাল স্লোগানের সুরে বলেন বলেন:
জয় হোক কৃষকের, জয় হোক শ্রমিকের, জয় হোক মেহনতি মানুষের,
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539