নিজস্ব প্রতিবেদন
আন্তরিক অভিনন্দন,
আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে আমাদের সম্মানিত সম্পাদক মহোদয়কে অভিনন্দন জানাই।ও সাহসী উদ্যোগের কারনেই আজ জাতীয় সাপ্তাহিক অভিযোগ পরিবার ক্রমে আরো শক্তিশালী হয়ে উঠছে। সম্পাদক মহোদয় শুধু একজন সম্পাদক নন -সত্য ও ন্যায়ের পথে নির্ভীক কলম সৈনিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা। পথ প্রদর্শক তাঁর অক্লান্ত পরিশ্রম ও নেতৃত্বের ফলেই আমরা সমাজের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সাহস পাই। আমি তাঁর সুস্থতা দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করছি। আশা করি তাঁর নেতৃত্বে আমাদের পত্রিকা আগামীর পথে আরো ও এগিয়ে যাবে, হবে মানুষের আস্থার প্রতীক।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539