মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি ও ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে মামুন (২৪) নামে এক প্রবাসী খুন হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় উপর্যোপরী ছুরিকাঘাতের শিকার হন প্রবাসী মামুন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিম ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১০ ঘন্টা পর শুক্রবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
এলাকাবাসীর অভিযোগ, ফাহিম দীর্ঘদিন ধরে সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও অদৃশ্য কারণে তিনি সবসময় আইনের বাইরে থেকে গেছেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার ফাহিমের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পটিয়ায় ইদানিং চুরি, ছিনতাই, অপহরণের ঘটনা ঘটছে । এলাকাবাসী এসবের প্রতিকার চাই। আইনের প্রতি অনুরোধ জানান, যত দ্রুত সম্ভব এই অপরাধীদের আইনের আওতায় আনে।
প্রসঙ্গত, গত বুধবার এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ফাহিমের বিরুদ্ধে মামলা হয়েছিল।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
১৯/৯/২৫ ইং
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539