মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া শহরের সকাল-সন্ধ্যা গলির অসহায় প্রতিবন্ধী আয়নাল হক বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। জীবিকার একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়ে তিনি এখন হতাশায় দিন কাটাচ্ছেন। গত ২৭ মে ২০২৫ দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে তার ইজিবাইকটি ছিনিয়ে নেয়। এরপর থেকে তিনি আর সেটি ফিরে পাননি। ইজিবাইক ছাড়া আয়ের কোনো পথ না থাকায় তার সংসার এখন চরম সংকটে পড়েছে।
আয়নাল হক বলেন, “আমি অসহায় প্রতিবন্ধী মানুষ। ইজিবাইক চালিয়েই পরিবার চালাতাম। সেই অবলম্বনটুকু হারিয়ে আমি এখন অন্ধকারে পড়ে গেছি। দয়া করে আমার ইজিবাইকটি উদ্ধার করে দিলে আবারও জীবিকা নির্বাহ করতে পারব।
অসহায় আয়নাল হকের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। কেউ সহযোগিতা করতে চাইলে তার মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন – ০১৭১২-৭০১৯৫৭।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539