স্টাফ রিপোর্টঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর, রোজ, বৃহস্পতিবার, সকাল ০৭:৩০ ঘটিকায়, হাজারীবাগ থানাধীন সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়ীবাধ রোডের উপর বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ জন সদস্য ঝরো হয়ে মিছিলের প্রস্তুতি শুরু করে। হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে হাজারীবাগ থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো:
১। ঢাকা লালবাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নুর ইসলাম (৫৬)
২। ঢাকা চকবাজার থানা যুবলীগের সক্রিয় কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫)
৩। হাজারীবাগ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯)
৪। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাব্বির হোসেন (১৯)
৫। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. বিল্লাল হোসেন (১৯)
৬। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের এর সক্রিয় কর্মী মো. মিলন মৃধা (২৩)
৭।কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. আমির হোসেন (১৯)
৮। কামরাঙ্গীরচর খানা যুবলীগের সক্রিয় কর্মী মানিক দাস (৩০)
৯। কামরাঙ্গীরচর থানা যুবলীগের সক্রিয় কর্মী মোঃ – শ্রাবণ আহমেদ ইভান (১৯)
১০। হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. মুসফিকুর রহিম (২৬)
১১। নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. ফরহাদ হোসেন মাতুব্বর (২৮) ।
পুলিশ জানান, গ্রেফতারকৃত ১১জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539