বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর বোচাগঞ্জ উপজেলায় আত্মহত্যার মিছিল আরো লম্বা হচ্ছে। গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা। সামাজিক সচেতনা বৃদ্ধি, স্কুল কলেজে মোটিভেশনসহ সরকারি/বেসরকারি ভাবে আত্মহত্যার বিরুদ্ধে গণসচেতনা গড়ে তোলার আহবান বোচাগঞ্জবাসীর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের বাজনিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম ঋতু দেব শর্মা (২৩)। তিনি বাজনিয়া গ্রামের তারাপদ দেব শর্মার মেয়ে ও দিনাজপুর কেবিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ঋতু কলেজের ফরম পূরণের জন্য তার বাবার কাছে ১২ হাজার টাকা চান। কিন্তু তার বাবা টাকা দিতে না পারায় অভিমান করে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে কোনো অপরাধমূলক হস্থক্ষেপের আলামত পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্ত শেষে শেষকৃত্য সম্পর্ন করা হয়েছে।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আত্মহত্যা ভয়ানক রুপ ধারণ করায় অভিভাবক মহলে আতংকবিরাজ করছে। গত ৮ মাসে বোচাগঞ্জ উপজেলা প্রায় ১শত ২০ জন বিভিন্ন বয়সের মানুষ আত্মহত্যা করেছে। সামাজিক সচেতনা বৃদ্ধি, স্কুল কলেজে মোটিভেশনসহ সরকারি/বেসরকারি ভাবে আত্মহত্যার বিরুদ্ধে গণসচেতনা গড়ে তোলার আহবান বোচাগঞ্জবাসীর।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539