মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি:
ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি, পেশাগত সমস্যার সমাধানে গঠিত ‘অসম কমিটি’ প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিনাজপুরে কারিগরি ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নেতৃত্বে ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেন।
অবরোধের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া দোলনচাঁপা, দ্রুতযান, বাংলাবান্ধা এক্সপ্রেসসহ তিনটি ট্রেন এবং লালমনিরহাট থেকে বিরলগামী একটি ট্রেনসহ মোট চারটি ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা পর দুপুর পৌনে ২টার দিকে ছাত্রনেতাদের সাথে সেনাবাহিনীর আলোচনা শেষে অবরোধ প্রত্যাহার করলে ট্রেন ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539