মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। সব ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
বক্তারা জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও মহিলা পরিষদ সম্প্রীতির বন্ধন জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
তারা আরও বলেন, “সব ধর্মের মূল শিক্ষা হলো মানবসেবা। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছে। ভবিষ্যতেও যেন সবাই আনন্দঘন পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা শাখার সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মিনতি ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিয়া খাতুনসহ তরুণী সদস্য লতা, ডলি, জবা, বাসকে, মোছাঃ নাসিমা, মিনতি সরকার এবং জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539