মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
সাত দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে টানা এক ঘণ্টা কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেটে এ কর্মসূচি পালন করেন তারা। এতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। ডিপ্লোমা শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য দশম গ্রেড বরাদ্দ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্য থেকে নিয়োগ, উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধি,ক্রাফট পর্যায়ে কারিগরি শিক্ষায় শিক্ষিতদের সরকারি চাকরিতে নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন, বাস্তবমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব প্রদান এবং বেসরকারি চাকরিতে অভিন্ন বেতন স্কেল নির্ধারণ।অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. আশরাফ আলী ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস। বক্তারা অভিযোগ করেন, কারিগরি শিক্ষাকে উপেক্ষা করে বিএসসি ডিগ্রিধারীরা প্রকৌশল খাতকে একচেটিয়া দখল করার ষড়যন্ত্র করছে, যা দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। তারা বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো দীর্ঘদিনের যৌক্তিক দাবি হলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। একই সঙ্গে বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত ‘অযৌক্তিক ৩ দফা দাবির’ প্রতিবাদে এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ঘোষিত দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ব্রাল অঙ্গীকার’ শীর্ষক শপথ গ্রহণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। আয়োজকরা জানান, আগামী দিনে কারিগরি শিক্ষার্থীদের উপস্থিতি আরও ব্যাপকভাবে নিশ্চিত করা হবে। একই সঙ্গে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রতিবাদ ও সংহতি কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539