বিপ্লব চৌধুরী :
বাংলাদেশ জাতীয় অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিন আলমের বিরুদ্ধে কুমিল্লা জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ইন্ধনে দায়েরকৃত ৯/৬ মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব কর্তৃক এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এবং অন্যান্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন:
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি: কামাল হোসেন
সহ-সভাপতি: মাসুদ রানা
সাধারণ সম্পাদক: আল শাহরিয়ার বাবুল খান
যুগ্ম সাধারণ সম্পাদক: শফিকুল ইসলাম শফিক
অর্থ সম্পাদক: মোঃ রিপন মিয়া
কার্যনির্বাহী সদস্য: কালচার হোসেন
এছাড়াও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন:
বাংলাদেশ মানবাধিকার কমিশন, আশুলিয়া শাখার সভাপতি: মহিদুল ইসলাম মহিদ মন্ডল
চাঁদপুর-শরীয়তপুর একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশন-এর উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা: মোহাম্মদ আলিম উদ্দিন আলিম
সংগঠনের অন্যতম সদস্য: পারভেজ মিয়া
আশুলিয়ায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীবৃন্দ।
সাংবাদিক নেতারা বলেন, “দুই যুগ ধরে সাংবাদিক শাহিন আলম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট করে যাচ্ছেন। তার এই সাহসী সাংবাদিকতার জবাবে আজ তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে।”
জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের প্রধান পরিদর্শক ও দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, “শাহিন আলমের কলম বন্ধ করার জন্য অতীতেও বহুবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু একটিও টেকেনি। আদালতে মিথ্যা প্রমাণিত হয়ে সবগুলোই খারিজ হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রশাসনের বিরুদ্ধে প্রমাণসহ প্রতিবেদন দিলে যদি সেটি কারো স্বার্থে যায় তখন সাংবাদিক ভালো, আর বিপক্ষে গেলেই মিথ্যা মামলা – এই চক্রান্ত আর চলতে দেওয়া যায় না।”
মানববন্ধনে সাংবাদিক নেতা মোঃ রিপন মিয়া বলেন, “শাহিন আলম দুর্নীতির মুখোশ উন্মোচন করে জনগণের সত্য তুলে ধরেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
সকল বক্তারা একসাথে দাবি জানান যে, সাংবাদিক শাহিন আলমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং দেশের অনুসন্ধানী সাংবাদিকতার পথকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539