ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার প্রখ্যাত সমাজসেবক, মদনপুর ইউনিয়নের অসহায় জেলে ও কৃষকদের শ্রদ্ধাভাজন এবং শ্রমজীবী মানুষের পরম বন্ধু আলহাজ্ব জামাল উদ্দিন জামাল বলেন,
“শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে হাসিনা সরকারের আমলে বারবার নির্যাতনের শিকার হয়েছি, বারবার মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাবরণ করতে হয়েছে। তবুও আমি প্রভাবশালী মহলের কাছে মাথা নত করিনি, করবও না।”
সম্প্রতি একাধিক মিথ্যা মামলার প্রসঙ্গে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি আরও বলেন,
“ভোলার গরিব-দুঃখী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রয়োজনে আমি জীবন দেব, কিন্তু কোনো অন্যায় বা ক্ষমতার দাপটের কাছে মাথা নত করব না। যদি প্রয়োজন হয়, আরও পঞ্চাশবার ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে যেতে রাজি আছি। তবে আপোষ করব না।”
উল্লেখ্য, আলহাজ্ব জামাল উদ্দিন জামাল দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539