রাজিব হাসান রাজু,,
জাতীয় দৈনিক সময়ের অপরাধচক্র পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ অনলাইন পত্রিকার সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়ের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে। সোমবার (১৫ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে ভোলা চরফ্যাশনে, (চরফ্যাশন ইসলামিয়া হাসপাতাল) নামে একটি হাসপাতালে নবজাতকের জন্ম হয়। এসময় মা ও শিশু দু’জনই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
নতুন অতিথির আগমনে পরিবার-পরিজন ও সহকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
জাতীয় দৈনিক সময়ের অপরাধচক্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিনা খাতুন ইভা এবং দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ এর সম্পাদক বাহাদুর চৌধুরী নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মেহেদী হাসান হৃদয় ও তার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539