খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
আজ রোববার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্ত্রাস,মাদক,ইভটিজিং,কিশোর গ্যাং ও চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি আসন্ন জাতীয় অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়।
সভায় জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান,বিজিবি,র্যাব,আনসার-ভিডিপি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,আইনশৃঙ্খলা রক্ষায় শুধু প্রশাসনের প্রচেষ্টা যথেষ্ট নয়,জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539