দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
রাজধানীর গুলশান থানার দস্যুতা মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় এক কর্মকর্তা বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। গুলশান বিভাগের সম্মানিত উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক মাহমুদ সম্প্রতি এ সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আল আমিন এবং গুলশান থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, পিপিএম, সেবা। রহস্য উদঘাটনের কাজে তারা আন্তরিকভাবে সহযোগিতা করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দস্যুতা মামলার ঘটনায় পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। এর ফলে মামলার তদন্তে নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা আরও শক্তিশালী হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরিফিন ইসলাম জানান, এই সম্মাননা ভবিষ্যতে আরও জটিল মামলা উদঘাটনে উৎসাহ যোগাবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539