
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন নিউমার্কেট এলাকা থেকে ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মোঃ মাসুদ হোসেন (৪৫), পিতা: আব্দুল মান্নান হাওলাদার, সাং: লাল হাসপাতাল সংলগ্ন, ১১ নং ওয়ার্ড, খালিঅস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে আত্মীয়-স্বজনের সহায়তায় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলেও গতকাল রাত ২৩০০ ঘটিকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।ঘটনাস্থলে খালিশপুর থানা পুলিশ উপস্থিত রয়েছেন।
আজ বিকেল ৪ ঘটিকায় খুলনা খালিশপুর নিউজপ্রিন্ট মিল সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল পালন করে খুলনা মহানগর যুবদল। মিছিলটিতে অংশগ্রহণ করে খুলনা মহানগরের সর্বস্তরের নেতা কর্মীরা।বিক্ষোভ মিছিলটি পিপলস মিলের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদেরকে ধৈর্য ধরতে বলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539