মোঃ বিজয় চৌধুরী
রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যমানের ১৯ কেজি গাঁজাসহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
রাতের গভীরে গোপন তথ্যভিত্তিক অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর কালুখালী থানার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়েতে তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার পরিমাণ প্রায় ১৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ৫,৭০,০০০ (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা। অভিযানে জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস।
গ্রেফতারকৃতদের পরিচয়
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন:
১। মোঃ তোফাজ্জল (৪৫), পিতা- আব্দুল বারী, সাং- শোলমারী, থানা- মেহেরপুর সদর, জেলা- মেহেরপুর।
২। মোঃ রিজন (২১), পিতা- মোঃ রেজাউল ইসলাম, সাং- দিঘীরপাড়া, থানা- মেহেরপুর সদর, জেলা- মেহেরপুর।
তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539