মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চরাইকোল রেলগেটে আবারও ঘটেছে দুর্ঘটনা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলগেট সংলগ্ন সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে চালক সামান্য আহত হন এবং ট্রাকের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনায় চালকের কয়েকটি দাঁত ভেঙে রক্তাক্ত হয়েছেন। এলাকাবাসী অভিযোগ করেছেন,চরাইকোল রেলগেটে ডিভাইডারটি সুস্পষ্টভাবে দৃশ্যমান নয়। সড়কে পর্যাপ্ত সাইনবোর্ড, আলোকসজ্জা ও সতর্কীকরণ চিহ্ন না থাকায় প্রায়ই এ স্থানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এর আগেও একাধিকবার ট্রাক,পিকআপভ্যান ও প্রাইভেটকার একইভাবে দুর্ঘটনার শিকার হয়েছে। চরাইকোলের স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষ করে শীত মৌসুমে কুয়াশার কারণে ডিভাইডার চোখে পড়ে না। ফলে চালকেরা বিভ্রান্ত হয়ে বারবার দুর্ঘটনার মুখে পড়েন। তাদের দাবি,দ্রুত রেলগেট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও রঙিন বাতির ব্যবস্থা করতে হবে, যাতে দূর থেকেই ডিভাইডার দৃশ্যমান হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে। সুশীল সমাজের ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন,আর কত দুর্ঘটনার পর সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়বে ? তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গাড়ি উদ্ধার করেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি আরও বলেন,এই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539