দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
আগামী দিনের বৈষম্য বিহীন বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আল-মামুন শিকদার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ১১/০৯/২০২৫খ্রিঃ তারিখ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা কালে দেওয়ান জগলুল হাসান, অফিসার ইনচার্জ আমতলী থানার নেতৃত্বে রঞ্জিত কুমার সরকার, ইনচার্জ গাজীপুর ফাঁড়ি এবং এসআই (নিঃ)/ আবু হানিফ, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে গাজীপুর টু সাহেব বাড়ি রাস্তার উপর থেকে ধৃত আসামীঃ ১। মো: আমিরুল মাদবর (৩৫)পিতা- মস্তফা মাদবর সাং- কাঠালিয়া ৪ নং ওয়ার্ড, এ/পি- গাজীপুর ৯ নং ওয়ার্ড থানা-আমতলী জেলা-বরগুনাকে ০৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539