স্টাফ রিপোর্টারঃ- মোঃ নাহিম
দক্ষিণের অপরাধ সংবাদ
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:১৫ ঘটিকায় রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা ছিলো বলে যান ডিএমপি।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফাতমা আক্তার তমা বাদী হয়ে ৬ জুলাই ২০২৫ তারিখে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় বুধবার সন্ধ্যায় পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539