মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ৭ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ – দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে। এর ফলে কারিগরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁরা অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের শিল্প, প্রকৌশল ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু বারবার অবমূল্যায়ন ও ষড়যন্ত্রের কারণে এ পেশার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।
সভায় সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539