মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অংশ হিসেবে কুষ্টিয়ায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা হয়।
লিখিত পরীক্ষা শেষে নিয়োগ বোর্ডের সভাপতি ও কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ,নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন,যারা নিয়োগপ্রাপ্ত হবে,তারা সম্পূর্ণ নিজের যোগ্যতায় হবে। তাই প্রার্থীরা এবং তাদের পরিবার যেন কোনো দালাল বা প্রতারক চক্রের খপ্পরে না পড়ে।
পরীক্ষা চলাকালে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা পুলিশ সূত্র জানায়,নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। যাতে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীরা বাংলাদেশ পুলিশে যোগ দিতে পারেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539