মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘনিয়ে এলেও হরিনারায়ণপুর ও আব্দালপুর ইউনিয়নের সম্মেলন না হওয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। এ পরিস্থিতিতে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ওই দুই ইউনিয়নের নেতাকর্মীরা কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা বিএনপির শীর্ষ নেতারা ষড়যন্ত্র করে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন। এসময় তারা স্লোগান দিয়ে দ্রুত সম্মেলন আয়োজনের দাবি জানান। হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন,সদর উপজেলার ১১টি ইউনিয়নের সম্মেলন হলেও আমাদের দুই ইউনিয়নের সম্মেলন স্থগিত করা হয়েছে। এটি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস জানান,৭সেপ্টেম্বর আমাদের ইউনিয়নের সম্মেলন হওয়ার কথা থাকলেও হঠাৎ করে তা রহস্যজনকভাবে স্থগিত করা হয়েছে। এতে আমরা সদর উপজেলা বিএনপির সম্মেলনে ভোট দিতে পারব না, যা কোনোভাবেই গণতান্ত্রিক পন্থা নয়। বিক্ষোভে অংশ নেন আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ইউসুফ আলী বিশ্বাস, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সিরাজ উদ্দিন,আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ থানা বিএনপির নেতৃবৃন্দ। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, “কেন্দ্র থেকে ওই দুটি ইউনিয়নের সম্মেলনের দায়িত্ব সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে দেওয়া হয়েছিল। কেন তিনি সম্মেলন করছেন না, সেটা আমার জানা নেই। অন্যদিকে অধ্যক্ষ সোহরাব উদ্দিন অভিযোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে তার সম্মেলন আয়োজনের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। এজন্য তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে দায়ী করেন। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন,এখানে কোনো ষড়যন্ত্র নেই। সোহরাব উদ্দিনের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় বিবাদমান দুটি পক্ষের কারণে তা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের। আশা করছি আজ সন্ধ্যায় একটি সমঝোতা হতে পারে। উল্লেখ্য,আগামী ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারিত রয়েছে। তবে ইউনিয়নের সম্মেলন না হওয়ায় দুই ইউনিয়নের নেতাকর্মীরা ভোট দিতে না পারার শঙ্কায় হতাশা প্রকাশ করেছেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539