মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী আইনজীবীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলা শহর ও ভেড়ামারায় এ দুটি দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্যামলী এন আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আইনজীবী দেবরা খানম সারিকা। তিনি মামলা সংক্রান্ত বিষয়ে সিনিয়র আইনজীবীর বাসায় যাচ্ছিলেন বলে জানা গেছে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আরএমও হোসেন ইমাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।অন্যদিকে, একই দিন সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ১২ মাইল এলাকায় ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান তারিন হক রিতু (১৯) নামে এক গৃহবধূ। নিহত রিতু ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ মধ্যপাড়া এলাকার মৃত রাশেদুল হক রতনের মেয়ে। এ ঘটনায় রিতুর স্বামী রিমন হোসেন (২৫) গুরুতর আহত হন এবং তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ট্রাক চাপায় রিতুর মৃত্যু হয়েছে এবং তার স্বামী মারাত্মকভাবে আহত হয়েছেন। পৃথক এই দুটি দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539