মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টের, দিনাজপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা ও সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটির নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বলেন,
“আগামী ফেব্রুয়ারির মধ্যেই জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচন যাতে ভণ্ডুল না হয় সেজন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। আগামী দিনে জাতীয়তাবাদী দলের পতাকা বাংলার আকাশে উড়ানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পরে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, মো. আখতারুজ্জামান জুয়েল, মো. মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক প্রভাষক মো. আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর মহিলা দলের সভাপতি জেসমিন বেগম, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার স্বপ্না, কোতয়ালী মহিলা দলের সভাপতি সায়েকা বেগম, সিনিয়র সহ-সভাপতি জেসমিন সরকার, সাধারণ সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার, ১০নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি ফাতেমা, সাধারণ সম্পাদক বাবলী, সাংগঠনিক সম্পাদক গোলাপীসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539