মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড় সুলতানপুর বেলতলি বাজার প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি জননেতা মাওলানা রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক জননেতা মাওলানা জোবায়ের সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ্, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মওদুদ, জেলা সহ-সভাপতি আ.স.ম. সামসুল বারী, যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ্ এবং সেতাবগঞ্জ পৌর শাখার সদস্য সচিব আমিনুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন নাফানগর ইউনিয়ন শাখার সভাপতি আবু তালেব এবং সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
কর্মী সম্মেলনে ইউনিয়ন শাখার সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539