হবিগঞ্জ জেলা প্রতিনিধি
এলাকার সচেতন সমাজ নিরব দর্শকের ভূমিকায়। সরকারি বিধি মোতাবেক মফস্বল কলেজে ভর্তির ফি সর্বোচ্চ ১৫০০ টাকা নেওয়ার বিধান থাকলেও প্রতিষ্ঠানের অধ্যক্ষ এনামুল হক এই কলেজে যোগদানের পর থেকেই প্রতি বছর ভর্তি ফি দিগুণ নিয়ে আসছেন। এবার ২০২৫/২৬ সেশনে ভর্তি ফি নিচ্ছেন ২৮০০ টাকা অথচ নিকটবর্তী দিনারপুর কলেজ নিচ্ছে ২০০০ টাকা। এই বিষয়ে পূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিউজ হলেও স্থানীয় আওয়ামীলীগ নেতা কলেজ কমিটির সভাপতি ইজাজুল চেয়ারম্যানের সাথে আতাত করে তার অনিয়ম ও অনৈতিক কাজ পরিচালনা করে যাচ্ছিলেন। এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব উনার ঘনিষ্ঠ বন্ধু এই পরিচয়ে তার দূর্নীতি ও অনিয়ম পররিচালনা করে যাচ্ছেন। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও অন্যান্য সদস্য তার অনুগতদের নিয়ে গঠন করেছেন। এই অনিয়ম ও দুর্নীতি কি এভাবেই চলতে থাকবে..?? এলাকায় কি এখনও এই দূর্নীতির বিরুদ্ধে কথা বলার মত লোক নেই..??
কলেজকমিটির একজন সদস্যের সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেছেন তিনি নাকী এই বিষয়ে কিছু জানেন না...!! আমার প্রশ্ন হল তাহলে এই কমিটির লোকদের কাজটা কি..?? যেখানে কমিটির লোকেরা ভর্তি ফি কত নিচ্ছে তা জানেন না তাহলে বুঝেন এই অধ্যক্ষ এনামুল হক কতটুকু স্বেচ্ছাচারীতার পরিচয় দিচ্ছেন।
আমি কমেন্টে একাদশ শ্রেণিতে ভর্তির সরকার নির্ধারিত ফি'র বিজ্ঞপ্তির লিংক ও স্ক্রিনশট দিলাম। আপনারা সচেতন সমাজ যদি পারেন প্রতিষ্ঠানে গিয়ে এর প্রতিবাদ করুন।
আর প্রতিষ্ঠানে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বলছি, প্রতিবাদে প্রতিরোধের বয়সতো এখনই। তোমরা এর বিরুদ্ধে প্রতিবাদ কর।প্রয়োজনে মানববন্ধন ও উপজেলা শিক্ষা অফিসার, ইউএনও এর সাথে দেখা করো। অন্যায়ে দূর্নীতির প্রতিবাদ কর। মনে রেখ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে যদি শেখ হাসিনার মত স্বৈরাচারী পালাতে পারে তাহলে এই দূর্নীতিবাজ অধ্যক্ষ তো কিছুই নয়।
এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় থেকে যারা পাশ করেছে তাদের ছাড়পত্র দেয়ার নামে ছাত্র ছাত্রীদের থেকে নিয়ম বহির্ভূত ৩০০টাকা নিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সব জায়গায় শুধু টাকার খেলা। প্রতিবাদ করার মত কাওকে পাওয়া যায়না কিন্তু শিজনাল নেত্রীতের জন্য অনেক কে দেখা যায়
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539