
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় প্রধান।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়,সরকারি অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এসময় কালাম প্রামানিক (৪৯) ও হাফিজুর রহমান (২০) কে আটক করা হয়। পরে তাদেরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন,নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, অনুমতি ছাড়া বালু উত্তোলনের কারণে নদী ভাঙনসহ আশপাশের জমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল। উপজেলা প্রশাসনের এ পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539