
স্টাফ রিপোর্টারঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটি ওই ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও আয়োজক।
গ্রেফতারকৃত সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া সে কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সুইটি বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নানাভাবে সংগঠিত করে রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন করত এবং মিছিলে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণসহ তাদের আর্থিক সহায়তা দিয়ে আসছিলো। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তেজগাঁওয়ের ঝটিকা মিছিলে বোরকা পরে সে নিজে তার স্বামীসহ অংশগ্রহণ করে।
ডিবি গণমাধ্যম কর্মীদের বলেন গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539