মো:সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর একাডেমী স্কুল থেকে ঈদে মিলাদুন্নবী উদ্যাপন কমিটির উদ্যোগে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর একাডেমী স্কুল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক হযরতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী।
সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ ও শিক্ষার অনুসরণেই দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভ করা সম্ভব।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539