দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত গৃহবধূর নাম পারভিন বেগম (৩৮)। তিনি রূপসা উপজেলার যুগীহাটি এলাকার পলাশ শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী পলাশ শেখ ঘরে থাকা লোহার দা দিয়ে স্ত্রী পারভিনকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২ (ওয়ার্ড নং ১১+১২)-তে ভর্তি করেন। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও বিকাল ৩টা ২০ মিনিটে পারভিনের মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাশ শেখ পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
একটি সংসার ভেঙে রক্তাক্ত এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে পারিবারিক কলহ ও সহিংসতার ভয়াবহ পরিণতি নিয়ে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539