মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া।
গনঅধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর সহ গনঅধিকার পরিষদের সকল নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার,স্ররাষ্ট উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পাটি সহ আওয়ামী লীগের ১৪ দলের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গনঅধিকার পরিষদ।
বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের আয়োজনে কুষ্টিয়া জেলা কার্যলয়ের সামনে থেকে এন এস রোড পাঁচ রাস্তা মোড়,মজমপুর হয়ে পৌরসভার বিজয় উল্লাসে গিয়ে সমাবেস মিলিত হয়।
সমাবেশে ভিপি নুর সহ গনঅধিকার পরিষদের সকল নেতাকর্মীদের হামলার প্রতিবাদ ও স্ররাষ্ট উপদেষ্টার পদত্যাগ, জাতীয় পাটি ও আওয়ামী লীগের ১৪ দলের নিষিদ্ধের দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া গনঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুজ্জামান
কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক,সাংগঠনিক সম্পাদক তৌকির আহম্মেদ
প্রচার সম্পাদক মোঃ কাজী আরিফ
জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহাজ খাঁন
সাধারণ সম্পাদক মোঃ পাপ্পু
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিবুল হোসেন,সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।
জেলা শ্রমিক অধিকার পরিষদের সাবেক সভাপতি মিলন মালিথা।
পৌর গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি রন্জু ও আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ও সদর উপজেলা গনঅধিকার পরিষদের সকল অঙ্গসংগঠনের নেত্ববৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539