মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুরে ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার দুপুরে মালদাপট্টিস্থ শহর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও শহর সভাপতি মুশফিকুর রহমান, শহর শাখার সেক্রেটারি মাসুদ রানা, জেলা উত্তর সভাপতি রাসেল রানা এবং হাবিপ্রবি শাখার সেক্রেটারি শেখ রিয়াদ।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ আলীসহ শহরের বিভিন্ন স্তরের ছাত্রশিবির নেতৃবৃন্দ।
সমাবেশে দিনাজপুর সরকারি কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539