মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া মিরপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লক্ষ টাকা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মিরপুরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
জানা গেছে, ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল মেথ, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট ও বিড়িসহ নানা ধরনের মাদকদ্রব্য।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্তপথে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক জব্দ করা হয়।
ধ্বংসের সময় উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমানসহ বিজিবি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এ সময় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, গত এক বছরে আমাদের যে টহল ও সক্রিয়তা বেড়েছে, সেই পরিপ্রেক্ষিতে মাদক ধ্বংসের পরিমাণ আরও বাড়বে। গত বছর ২৫ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছিল। এ বছর ধ্বংস করা হয়েছে ৭৫ কোটি টাকার মাদক।
তিনি আরও জানান, আমাদের অন্যতম কাজ হবে মাদকের চাহিদা কমানো এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা। আমাদের সন্তানদের খোঁজখবর রাখতে হবে। প্রতিটি ক্ষেত্র থেকে মাদককে না বলতে হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539