[০২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ]
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর থানাধীন বাংলা স্কুল এর ব্রিজের নিচে খালপাড়ে পাকা রাস্তার উপর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ০২-০৯-২০২৫ তারিখ ২২.১০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মাহমুদুল হাসান বাপ্পী সংঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন বাংলা স্কুল এর ব্রিজের নিচে খালপাড়ে পাকা রাস্তার উপর থেকে আসামী প্রদীপ ঘোষ (৪২), পিতা-মৃত চৈতন্য ঘোষ, মাতা-জোৎস্না ঘোষ, সাং-৭নং ওয়ার্ড, মোনালিসা গলি, ভোলা পৌরসভা, থানা ও জেলা-ভোলার নিকট হইতে ৫০০ গ্রাম গাঁজাসহ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539