দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
কুড়িগ্রামের উলিপুরে ৪ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় শিশুটির পিতা আমিনুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, রহস্য উদঘাটন করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
স্থানীয়রা জানান, উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। রোববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুম পাড়িয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন শিশুটি বিছানায় নেই। শিশুকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতেই বাড়ির পাশে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।
স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শিশু আরিফুলকে হত্যা করে তার লাশ বাড়ির পাশের বামনী নদীতে ফেলে দেয়।
শিশুর বাবা আমিনুল ইসলাম বলেন, আমার নিষ্পাপ সন্তানকে যে হত্যা করেছে, তার বিচার চাই।
এ বিষয়ে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539