মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ায় খালাতো ভাইয়ের রিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাগজী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বোয়ালখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে। খেলাধুলার এক পর্যায়ে খালাতো ভাই মোটর রিকশা চালু করলে সেটির ধাক্কায় গুরুতর আহত হয় শিশুটি। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
১/৯/২৫ ইং
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539