মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। পরে কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অযৌক্তিকভাবে ফি বৃদ্ধির কারণে তারা মারাত্মক আর্থিক চাপে পড়েছেন, যা তাদের শিক্ষাজীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ সময় তারা সাত দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
পূর্ববর্তী ফি কাঠামো পুনর্বহাল
ইনকোর্স ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ
বোর্ড চ্যালেঞ্জ ফি ৩৫০ টাকা নির্ধারণ
আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা
সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ
C প্রোমোটেড ফি ১,০০০ টাকায় পুনঃনির্ধারণ
৬০% উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত যানবাহন ও শ্রেণিকক্ষের ব্যবস্থা
শিক্ষার্থীরা জানান, এসব দাবি বাস্তবায়ন হলে তারা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। তাদের মতে, উপাচার্যের প্রজ্ঞা ও সহানুভূতির মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মিম ইসলাম (আহ্বায়ক), শাহরিয়ার সজল, হৃদয় আহমেদ, তুষার আহমেদ, অয়ন আহমেদসহ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539