
বাহাদুর চৌধুরী ;
ভোলা জেলার লালমোহন উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও ১৭ বছরের বিএনপির ত্যাগী নেতা, লালমোহন উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের বিরুদ্ধে সম্প্রতি ৩১ আগস্ট ২০২৫ ইং তারিখে ‘দৈনিক অপরাধচক্র’ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদে চরম ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন লালমোহনের বিএনপি নেতাকর্মীসহ সর্বসাধারণ।
হাজারো নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দীর্ঘ ১৭ বছর ধরে জননেতা বাবুল পঞ্চায়েত বিএনপির গঠনতন্ত্র মেনে রাজপথে থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা দেখে ঈর্ষান্বিত একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অপপ্রচারে মেতে উঠেছে।
প্রতিবাদ জানিয়ে মো: শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন,
আমি বিএনপির একজন আদর্শনিষ্ঠ কর্মী হিসেবে দলের জন্য নিবেদিত ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। একটি চিহ্নিত মহল আমার জনপ্রিয়তা ম্লান করতে মিথ্যা, বানোয়াট সংবাদ ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এই ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার আইনজীবীর সঙ্গে পরামর্শক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
এদিকে লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। সকলেই একবাক্যে বলছেন –
বাবুল পঞ্চায়েত একজন ত্যাগী, সৎ ও সাহসী রাজনৈতিক নেতা। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না, কারণ তিনি জনমানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক।”
আমরা সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের কাছে দাবি জানাই, অবিলম্বে ভিত্তিহীন সংবাদটির ব্যাখ্যা ও ক্ষমা চাওয়া হোক এবং ভবিষ্যতে এমন অপপ্রচারমূলক কাজ থেকে বিরত থাকা হোক।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539