মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাত ৮টায় শহরের ঘাসিপাড়া এফপিএবি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সভাপতি ডাঃ মমতাজ বেগম পলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবীর, আজীবন সদস্য গোলাম রসুল রকেট, অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির, ডাক্তার মোহাম্মদ আলী, পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সোহেল হোসেন প্রমুখ।
এছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন তিস্তা ক্লিনিক, চেকআপ স্পেশালাইজ হসপিটাল, যমুনা ক্লিনিক, পলি ডায়াগনস্টিক সেন্টার, নিউরো কেয়ার, আজগর আলী মেমোরিয়াল হাসপাতাল, ইউনাইটেড ল্যাব, হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতাল ও মোহনা ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
শেষে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539