
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র মজমপুর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। জানা গেছে,গণঅধিকার পরিষদ (জিওপি) কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী থানা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ভিপি নুর রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’, প্রশাসনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন। পরে মিছিলটি মজমপুর গেটে পৌঁছালে সড়ক অবরোধ করে টায়ার জ্বালানো হয়। এতে দূরপাল্লার পণ্যবাহী যানবাহন আটকা পড়ে এবং বিক্ষুব্ধরা দুয়েকটি যানবাহনে সামান্য ভাঙচুর চালায়। একইসঙ্গে তারা রেলগেটও অবরোধ করেন।এসময় গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা তাৎক্ষণিক কর্মসূচি পালন করছি। প্রশাসনসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও বেগবান হবে, শহর অচল করে দেওয়া হবে। পরে রাত ১১টার দিকে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে বিক্ষোভ শেষ হয়। জিওপি কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ জানান, শনিবার বিকেল ৪টায় মজমপুর গেটে ব্লকেড কর্মসূচি পালিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন,বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539