মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শাখার উদ্যোগে হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের লিলির মোড়, চারুবাবুর মোড় অতিক্রম করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এসময় ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে জেলা সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ কয়েকজন আহত হন।
মিছিলে জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক গোলাম আজম, সহ-সভাপতি রেজয়ান ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদকসহ যুব অধিকার পরিষদের সভাপতি ইয়াকুব আলী ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে মিছিলটি থানা মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সমাবেশে নেতারা অভিযোগ করেন, নূরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলন দমন করার ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539