মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুরের বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের কাঞ্চন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ আগস্ট ২০২৫ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব এ কে এম আফজালুল আনাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিরল উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুর রশিদ, সেক্রেটারি আজমির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলামসহ উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইউনিয়নের দায়িত্বশীলরা।
সমাবেশে বক্তারা সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539