মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া শহরের পাশে অবস্থিত হরিপুর সেতুটি লাইটবিহীন অন্ধকারে ডুবে রয়েছে দীর্ঘদিন ধরে। এর ফলে প্রতিদিন ঝুঁকি ও ভোগান্তিতে পড়ছেন পাশ্ববর্তী দুই ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। রাতের আঁধারে সেতুতে ঘটে যাচ্ছে ছিনতাইসহ নানা ধরনের অঘটন।২০১৭ সালে প্রায় ৭১ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরের সঙ্গে হরিপুরের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় এ সংযোগ সেতু। নির্মাণকালীন সময়ে সেতুটিতে ৩৬টি বৈদ্যুতিক লাইট স্থাপন করা হলেও নির্মাণের অল্প কিছুদিনের মধ্যেই অধিকাংশ লাইট বিকল হয়ে যায়। এরপর থেকে দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে আছে সেতুটি। স্থানীয়রা জানান, সেতুটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। বিশেষ করে সন্ধ্যার পর অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। পাশাপাশি ছিনতাইসহ নানা অপরাধের সুযোগ তৈরি হয়। এতে আতঙ্ক নিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। সেতুর দেখভালের দায়িত্বে থাকা কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যেই লাইট স্থাপনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র নতুন লাইট বসানোর উদ্যোগ নেওয়া হবে। এ প্রসঙ্গে এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুটিতে নতুন লাইট স্থাপন না হলে বড় ধরনের দুর্ঘটনা কিংবা অপরাধমূলক ঘটনা ঘটতে পারে। তাই মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539